আজ || বুধবার, ২৬ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


পাঁচটি যুদ্ধ জাহাজ বানাবে বাংলাদেশ

undefined
বাংলাদেশের নৌ-বাহিনীর আধুনিকীকরণের জন্য ১৫ হাজারকোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ আর তা ৩/৪ বছরের মধ্যেই বাস্তবায়নকরা হবে৷ এই প্রকল্পের অধীনে এ বছরেই নৌ-বাহিনীতে যুক্ত হচ্ছে পাঁচটি যুদ্ধজাহাজ৷

জানা গেছে, এই প্রকল্পের আওতায় শুধু যুদ্ধজাহাজই তৈরিই হবে না, বিদেশে যুদ্ধজাহাজ রপ্তানির টার্গেট নিয়েও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।শুক্রবার নৌ-বাহিনীর বার্ষিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে নৌ-বাহিনীকে আরেআধুনিকীকরণের কথা জানিয়েছেন নৌ-বাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহিরুদ্দিনআহমেদ৷ এই মহড়া হয় বঙ্গোপসাগরে৷জানা গেছে, এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা আছে৷নৌ-বাহিনীতে নতুন ১৫টি যুদ্ধ জাহাজ এবং একটি সাবমেরিনও যুক্ত হবে৷ এছাড়া, এবছর যুক্ত হচ্ছে আরো পাঁচটি নতুন যুদ্ধ জাহাজ৷ ইতিমধ্যেই দুটি মেরিটাইমহেলিকপ্টার কেনা হয়েছে বলেও জানা গেছে৷নৌ-বাহিনীর প্রধান জানান, তাঁরা রপ্তানির জন্য বাংলাদেশেই যুদ্ধ জাহাজনির্মাণের পরিকল্পনা করছেন৷ আর সে জন্য প্রস্তুতিমূলক কাজও এগিয়ে নিচ্ছেনতাঁরা৷ অনুষ্ঠানের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর জানান, নৌ-বাহিনীকে আরো সম্প্রসারণের জন্য সরকার কাজ করছে৷এদিকে, সরকার রাশিয়া থেকে সেনাবাহিনীর জন্য সাত ধরণের এবং বিমানবাহিনীরজন্য চার ধরণের সমরাস্ত্র কিনছে৷ আর এর জন্য খরচ হচ্ছে আট হাজার কোটি টাকাবা ১০০ কোটি ডলার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সপ্তাহেই রাশিয়া সফরেগিয়ে এ বিষয়ে একটি চুক্তি সই করেছেন৷

জানা গেছে, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ের পর সরকার নৌ-বাহিনীকেওআধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে৷ বিশেষ করে সমুদ্রসীমার নিরপত্তা এবং মৎসসম্পদ আহরণের ওপরই জোর দেয়া হচ্ছে বেশি৷ নৌ-বাহিনীর এবারের মহড়ায় অংশ নেয়নতুন দুটি মেরিটাইম হেলিকপ্টার এবং ৫৭টি বিভিন্ন ধরণের জাহাজ৷ উৎক্ষেপণ করাহয় সারফেস মিসাইলও৷

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!