আজ || সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       দেড় যুগ পরে গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ       গোপালপুরে স্বপ্নছোঁয়া এগ্রো ফার্মের ১০০ একর জমিতে ভূট্টার বীজ বপন       গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়ন জাসাসের সম্মেলন ও কমিটি গঠন    
 


পাঁচটি যুদ্ধ জাহাজ বানাবে বাংলাদেশ

undefined
বাংলাদেশের নৌ-বাহিনীর আধুনিকীকরণের জন্য ১৫ হাজারকোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ আর তা ৩/৪ বছরের মধ্যেই বাস্তবায়নকরা হবে৷ এই প্রকল্পের অধীনে এ বছরেই নৌ-বাহিনীতে যুক্ত হচ্ছে পাঁচটি যুদ্ধজাহাজ৷

জানা গেছে, এই প্রকল্পের আওতায় শুধু যুদ্ধজাহাজই তৈরিই হবে না, বিদেশে যুদ্ধজাহাজ রপ্তানির টার্গেট নিয়েও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।শুক্রবার নৌ-বাহিনীর বার্ষিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে নৌ-বাহিনীকে আরেআধুনিকীকরণের কথা জানিয়েছেন নৌ-বাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহিরুদ্দিনআহমেদ৷ এই মহড়া হয় বঙ্গোপসাগরে৷জানা গেছে, এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা আছে৷নৌ-বাহিনীতে নতুন ১৫টি যুদ্ধ জাহাজ এবং একটি সাবমেরিনও যুক্ত হবে৷ এছাড়া, এবছর যুক্ত হচ্ছে আরো পাঁচটি নতুন যুদ্ধ জাহাজ৷ ইতিমধ্যেই দুটি মেরিটাইমহেলিকপ্টার কেনা হয়েছে বলেও জানা গেছে৷নৌ-বাহিনীর প্রধান জানান, তাঁরা রপ্তানির জন্য বাংলাদেশেই যুদ্ধ জাহাজনির্মাণের পরিকল্পনা করছেন৷ আর সে জন্য প্রস্তুতিমূলক কাজও এগিয়ে নিচ্ছেনতাঁরা৷ অনুষ্ঠানের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর জানান, নৌ-বাহিনীকে আরো সম্প্রসারণের জন্য সরকার কাজ করছে৷এদিকে, সরকার রাশিয়া থেকে সেনাবাহিনীর জন্য সাত ধরণের এবং বিমানবাহিনীরজন্য চার ধরণের সমরাস্ত্র কিনছে৷ আর এর জন্য খরচ হচ্ছে আট হাজার কোটি টাকাবা ১০০ কোটি ডলার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সপ্তাহেই রাশিয়া সফরেগিয়ে এ বিষয়ে একটি চুক্তি সই করেছেন৷

জানা গেছে, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ের পর সরকার নৌ-বাহিনীকেওআধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে৷ বিশেষ করে সমুদ্রসীমার নিরপত্তা এবং মৎসসম্পদ আহরণের ওপরই জোর দেয়া হচ্ছে বেশি৷ নৌ-বাহিনীর এবারের মহড়ায় অংশ নেয়নতুন দুটি মেরিটাইম হেলিকপ্টার এবং ৫৭টি বিভিন্ন ধরণের জাহাজ৷ উৎক্ষেপণ করাহয় সারফেস মিসাইলও৷

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!