আজ || বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে সিলেট রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সিলেট রয়্যালস। শুক্রবার তারা ৩৩ রানে হারিয়েছে গতবারের রানার্স আপ বরিশাল বার্নার্সকে।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৯৮ রান করতেই সাতটি উইকেট হারিয়ে ফেলে বরিশাল। ২০ ওভার শেষে নয় ইউকেটে ১৪২ রান তুলতে পারে গতবারের রানার্স আপ দলটি।

এর আগে পল স্টারলিং ও মমিনুল হকের দুটি চমৎকার ইনিংসের সুবাদে সাত উইকেটে  ১৭৫ রান করে সিলেট রয়্যালস।

দলীয় ১৬ রানে বার্নার্সের প্রথম উইকেটের পতন ঘটান  মো. নবী। অলক কাপালি ছয় রানে নাজমুল হোসেনের তালুবন্দী হন। কয়েক ওভার বিরতিতে নবীর দ্বিতীয় শিকার হন শুভাগত হোম (১৩)। দশম ওভারেই তিন উইকেট হারিয়ে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে বরিশালের ব্যাটিং লাইন আপ।  শেষের দিকে কবির আলী মাত্র ২১ বলে ফিফটি হাঁকান।

 

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে সিলেট রয়্যালসের পক্ষে ব্যাটে ঝড় তোলেন পল স্টারলিং। ২৯ বলে আট চার ও এক ছয়ে ৫০ রানে আউট হন তিনি। তার ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের প্রত্যাশা করেছিল রয়্যালস। কিন্তু স্টারলিং আউট হওয়ার পর মমিনুল হক ছাড়া আর কেউ দলের রানের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি। ৩৮ বলে তিন চার ও এক ছয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন মমিনুল।

১১ রানে সোহাগ গাজী ও নয় রানে সোহরাওয়ার্দী শুভ অপরাজিত ছিলেন।

কবির আলী ও অলক কাপালি বরিশালের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন। একটি করে পান আজহার মেহমুদ ও নাজমুল ইসলাম।

সিলেট রয়্যালস: হ্যামিলটন মাসাকাদজা, পল স্টারলিং, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), মো. নবী, মমিনুল হক, নাজমুল হোসেন, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল হোসেন মিলন ও সোহাগ গাজী।

বরিশাল বার্নার্স: অলক কাপালি (অধিনায়ক), শফিউল ইসলাম, ফিল মাস্টার্ড (উইকেটকিপার), আজহার মেহমুদ, কবির আলী, ইলিয়াস সানি, শুভাগত হোম, সাব্বির রহমান, জুবাইর আহমেদ, নাজমুল ইসলাম ও মাহমুদুল হাসান

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!