
শুক্রবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘গিয়াস উদ্দিনের এমন ধৃষ্টতার পরেও সরকারের টনক নড়েনি।’
দেশে খুন, গুম ও অপহরণের খেলা চলছে বলে মন্তব্য করে রিজভী বলেন, দেশে সন্ত্রাসের নতুন মাত্রা উম্মোচিত হয়েছে। সরকার সন্ত্রাসীদের দমন না করে বরং উৎসাহিত করছে।
চাঁপাইনবাবগঞ্জ, ইসলামী বিশ্ববিদ্যালয় ও পাবনায় ছাত্রলীগের হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হামলা-মামলা এখন সরকারে নিত্যদিনের সংস্কৃতি হয়ে দাড়িয়েছে।’
‘সরকার এসব কর্মকান্ড তারা বন্ধ না করলে তাদের রচিত কারাগারেই তাদেরকে নিক্ষিপ্ত করা হবে’ হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপি প্রমুখ।