শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর তিন মাসের জন্য আন্দোলন ও আমরণ অনশন স্থগিত করেছেন এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।
শুক্রবার বিকেল ৩টায় আন্দোলনরত শিক্ষকদের ১৩ জন প্রতিনিধির সাথে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী।
বৈঠকস্থল থেকে পরিবর্তন ডটকম এর প্রতিবেদক ওমর ফারুক জানান, শিক্ষকরা জানিয়েছেন যে মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে ৭ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
প্রথম দিন থেকেই তাদের আন্দোলনে বাধা দিয়ে আসছে পুলিশ। বেশ কয়েকদিন শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আন্দোলন দমাতে শিক্ষকদের উপর ক্ষতিকর পিপার স্প্রে ব্যবহার করেছে পুলিশ।
যদিও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর শুক্রবার চাঁদপুরে এক সভায় দাবি করেছেন, আন্তর্জাতিক কনভেশনে অনুমোদিত যেসব উপকরণ ব্যবহার করা হয়ে থাকে পিপার স্প্রে সেগুলোর একটি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩