আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন প্রকল্পের প্রায় ৩০ হাজার গাড়ির হদিসনেই!

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন প্রকল্পের প্রায় ৩০ হাজার গাড়ির হদিসনেই। এসব গাড়ি বিভিন্ন সরকারের আমলে অসাধু আমলাদের সহায়তা নিয়ে মন্ত্রী, এমপির আত্মীয় ও দলীয় নেতাকর্মীরা সরকারি সকল নিয়ম কানুন ভেঙে পানির দামেকিনছে। এর মধ্যে বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রায় সাত হাজার গাড়িমন্ত্রীর এপিএস, দলীয় নেতাকর্মী ও আমলারা নামমাত্র দামে কিনেছেন। বর্তমানমহাজোট সরকারের আমলেও এই কার্যক্রম অব্যাহত রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১০ বছর ধরে এভাবেই প্রকল্পের গাড়ি পানির দামে বিক্রি করেছে প্রকল্পেরউচ্চপদস্থ কর্মকর্তারা। বাকি ৩০ হাজার গাড়ির কোন হদিসই পায়নি সরকারি পরিবহনপুলের কর্তৃপক্ষ। প্রকল্পের এই  গাড়িগুলো জমা দেয়ার জন্য বিভিন্নমন্ত্রণালয়ের সচিবদের কাছে পরিবহন পুল থেকে চিঠি দেয়া হলেও গাড়িগুলো জমাদেয়া হচ্ছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়ি উদ্ধারের জন্য ২০০৪ সালের এপ্রিল মাসেপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগেরযুগ্ম সচিবের সমন্বয়ে একটি তদন্ত টিমও গঠন করা হয়েছিল। ওই তদন্ত কমিটিতদন্ত করে প্রকল্পের গাড়ি বেহাত হওয়ার সত্যতা পেয়েছেন।

সম্প্রতি প্রকল্পের অকেজো গাড়ি পরিবহন পুলে জমা দিতে চেয়েছিল। তাদের অকেজোগাড়ি পরিবহন পুল গ্রহণ করেনি। কারণ প্রকল্পের অকেজো গাড়ি পরিবহন পুল গ্রহণকরবে তা নীতিমালায় নেই। নীতিমালায় রয়েছে প্রকল্প শেষ হওয়ার তিন সপ্তাহেরমধ্যে প্রকল্পের গাড়ি পরিবহন পুলে জমা দিতে হবে।

 

[বাংলাদেশটাইমস.নেট/জুবায়ের আল মামুন/ঢাকা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!