আজ || মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মুক্তিপনের দাবিতে অপহৃত শিশুর গলিত লাশ কালিয়াকৈর থেকে উদ্ধার; গ্রেফতার ২       গোপালপুরের মোহনপুরে পোস্টঅফিসের ঘর না থাকায় ভোগান্তি       গোপালপুরে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা       গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল       গোপালপুরে ডেইরি ফার্ম মালিক ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়       গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন       বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন       গোপালপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত       গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা       গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন    
 


বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন প্রকল্পের প্রায় ৩০ হাজার গাড়ির হদিসনেই!

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন প্রকল্পের প্রায় ৩০ হাজার গাড়ির হদিসনেই। এসব গাড়ি বিভিন্ন সরকারের আমলে অসাধু আমলাদের সহায়তা নিয়ে মন্ত্রী, এমপির আত্মীয় ও দলীয় নেতাকর্মীরা সরকারি সকল নিয়ম কানুন ভেঙে পানির দামেকিনছে। এর মধ্যে বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রায় সাত হাজার গাড়িমন্ত্রীর এপিএস, দলীয় নেতাকর্মী ও আমলারা নামমাত্র দামে কিনেছেন। বর্তমানমহাজোট সরকারের আমলেও এই কার্যক্রম অব্যাহত রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১০ বছর ধরে এভাবেই প্রকল্পের গাড়ি পানির দামে বিক্রি করেছে প্রকল্পেরউচ্চপদস্থ কর্মকর্তারা। বাকি ৩০ হাজার গাড়ির কোন হদিসই পায়নি সরকারি পরিবহনপুলের কর্তৃপক্ষ। প্রকল্পের এই  গাড়িগুলো জমা দেয়ার জন্য বিভিন্নমন্ত্রণালয়ের সচিবদের কাছে পরিবহন পুল থেকে চিঠি দেয়া হলেও গাড়িগুলো জমাদেয়া হচ্ছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়ি উদ্ধারের জন্য ২০০৪ সালের এপ্রিল মাসেপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগেরযুগ্ম সচিবের সমন্বয়ে একটি তদন্ত টিমও গঠন করা হয়েছিল। ওই তদন্ত কমিটিতদন্ত করে প্রকল্পের গাড়ি বেহাত হওয়ার সত্যতা পেয়েছেন।

সম্প্রতি প্রকল্পের অকেজো গাড়ি পরিবহন পুলে জমা দিতে চেয়েছিল। তাদের অকেজোগাড়ি পরিবহন পুল গ্রহণ করেনি। কারণ প্রকল্পের অকেজো গাড়ি পরিবহন পুল গ্রহণকরবে তা নীতিমালায় নেই। নীতিমালায় রয়েছে প্রকল্প শেষ হওয়ার তিন সপ্তাহেরমধ্যে প্রকল্পের গাড়ি পরিবহন পুলে জমা দিতে হবে।

 

[বাংলাদেশটাইমস.নেট/জুবায়ের আল মামুন/ঢাকা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!