জাতীয় সংসদের চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে মোট ৫১ দশমিক ০৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এর ৯৭ দশমিক ৮৪ শতাংশই পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনে উপনির্বাচন হয়। দুজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম।