আজ || বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


বিপিএল দ্বিতীয় আসররের প্রথমম্যাচ আজ

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও গত আসরের সেমিফাইনালিস্টখুলনা রয়্যাল বেঙ্গলসের মধ্যকার ম্যাচ দিয়ে শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছেবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসর। মিরপুর শের-ই বাংলাস্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে এবারের আসরের উদ্বোধনী ও দিনের প্রথমম্যাচটি।

গত আসরের ভুলগুলো আর না করে এবারের আসরে নিজেদের প্রথম লক্ষ্য দাঁড়করিয়ে ফেলেছে ঢাকা। আর তা হল সেমিফাইনাল। তেমনটাই শোনাগেল ঢাকার অধিনায়কমাশরাফি বিন মর্তুজা,কাছে‘টুর্নামেন্টের প্রত্যকটি ম্যাচই চ্যালেঞ্জের। ভালোখেলার জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবেও চ্যালেঞ্জ।বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচেই ঢাকাকে মুখোমুখি হতে হচ্ছেখুলনা রয়্যাল বেঙ্গলসের। তাই প্রতিপক্ষকে নিয়ে বেশ সমীহ ঢাকার অধিনায়কেরকন্ঠে, ‘খুলনাকে বেশ শক্তিশালি দল। ওদেও প্রস্তুতিও বেশ ভালো। বিদেশীখেলোয়াড় কম থাকার পরও ওরা লোকাল ক্রিকেটার দিয়ে হলেও ভালো খেলবে। খুলনাকেসহজভাবে নিচ্ছি না। ওদেরও লোকাল ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিল। বিদেশী যারাআছে তারাও ভালো করবে।’নিলামে কেনা-বেচা হলেও শেষ মুহূর্তে পাকিস্তানী খেলোয়াড়দের ছাড়েনিসেদেশের ক্রিকেট বোর্ড। তবে এতে কাগজে-কলমে সবচেয়ে কম ক্ষতিই হয়েছে ঢাকারই।কারণ বর্তমান চ্যাম্পিয়নদের দলে একমাত্র পাকিস্তানী খেলোয়াড় ছিলেনঅলরাউন্ডার শহীদ আফ্রিদি।পাকিস্তানী ক্রিকেটাররা না আসায় বেশ ক্ষতিই হয়েছে খুলনার। মূলতপাকিস্তানী খেলোয়াড়দের নিয়েই ব্যালেন্সড দল গড়েছিল তারা। দলে ছিলেন গতআসরের সর্বোচ্চ স্কোরার আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, উমর আকমলসহ মোট সাতজনক্রিকেটার।তাই ম্যাচের আগের দিন পর্যন্ত একাদশ সাজাতে কপালে উঠে গেছে চিন্তারভাঁজ। তারপরও এ নিয়ে খুব বেশি

ভাবতে নারাজ নাফীস, ‘প্রায় সবগুলো দলেরই এমনঅবস্থা। ৭ জনের বদলি এক রাতে করা সম্ভব নয়। আমাদের টিম ম্যানেজমেন্ট চেষ্টাকরছে বিদেশি ক্রিকেটার আনার। প্রয়োজনে লোকাল ক্রিকেটার দিয়েই আমরা মাঠে নামবো। সেটা নিলামেরলিস্টের বাইরেও হতে পারে। এতে আমাদের দেশের ক্রিকেটাররা বেশি করে খেলারসুযোগ পাবে। আমরা খেলবো, ম্যাচ হবে এবং আশা করছি ভালো ক্রিকেট খেলবো।’

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!