মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার একটি নতুন অস্ত্রনিয়ন্ত্রণ আইনের প্রস্তাব পেশ করেছেন। তবে তাঁর এই প্রস্তাব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত বুধবার রাতে হোয়াইট হাউসে বহুল আলোচিত অস্ত্রনিয়ন্ত্রণ আইনের প্রস্তাব পেশ করেন ওবামা। প্রস্তাবে সামরিক হামলায় ব্যবহৃত ও উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
এছাড়া অস্ত্র বিক্রির ক্ষেত্রে ক্রেতার অতীত ইতিহাস নিরীক্ষা বাঁধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে।
অস্ত্রনিয়ন্ত্রণ আইনের প্রস্তাব পেশ করার সময় ওবামা বলেন, ‘আগ্নেয়াস্ত্রের সহিংসতা কমানো এক কঠিন চ্যালেঞ্জ। ক্ষতি থেকে আমাদের শিশুদের রক্ষার ব্যাপারে কোনো ধরনের বিভেদ ঠিক হবে না।’
তিনি বলেন, ‘বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থা সংস্কার করতে আরও সময় নেয়া ঠিক হবে না। আমি এর জন্য সবকিছু করবো।’ ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসে পাসের প্রয়োজন হয় না এধরনের আরো ২৩ টি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন।
কানেক্টিকাটের নিউটাউনস্থ স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গত মাসে অ্যাডাম ল্যানজা (২০) নামের এক বন্দুকধারী গুলি করে ২০ শিশুসহ ২৬ জনকে হত্যা করে। এরপর সে আ�হত্যা করে। এর আগে বিদ্যালয় থেকে পাঁচ মাইল দূরে ইয়োগানানডা স্ট্রিটে নিজের বাড়িতে মা ন্যান্সি ল্যানজাকে হত্যা করে ওই বন্দুকধারী। এরপর যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণের আইন পাসের ব্যাপারটি আলোচনায় আসে।
তিনি বলেন, ‘কংগ্রেসে অ্যাসল্ট অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব তোলা হলে রিপাবলিকানরা কিভাবে দেখবে তা বলা যাচ্ছে না। বন্দুক কেনাবেচা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা এই ধরনের সহিংসতা কমাতে পারি। আমরা যদি একটা জীবনও বাঁচাতে পারি তাহলে আমাদের তা চেষ্টা করা উচিত।’
যুক্তরাষ্ট্রের শীর্ষ বন্দুক লবিং গ্র�প ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) বলেছে, ওবামার প্রস্তাবে আমেরিকার সমস্যা সমাধান হবে না।
গ্র�পের এক বিবৃতিতে বলা হয়, ‘কেবল সৎ, আইন মেনে চলা বন্দুক মালিকেরা এতে ক্ষতিগ্রস্ত হবেন এবং আমাদের ছেলেমেয়েরা ঝুঁকিপূর্ণই থাকবে।’
ওবামা বলেন, ‘আগ্নেয়াস্ত্রের সহিংসতা কমানো এক কঠিন চ্যালেঞ্জ। ক্ষতি থেকে আমাদের শিশুদের রক্ষার ব্যাপারে কোনো ধরনের বিভেদ রাখা ঠিক হবে না।’
প্রেসিডেন্ট ওবামা সামরিক বাহিনীর ব্যবহৃত অ্যাসল্ট অস্ত্র কেনার ওপর নিষেধাজ্ঞা মেয়াদোত্তীর্ণ হলেও নতুন করে তা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন। কারণ সম্প্রতি বিভিন্ন গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারীদের এসব অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে।
তিনি বন্দুকের ম্যাগাজিনের ধারণক্ষমতা ১০ রাউন্ডে সীমিত রাখা, গুলি বিক্রি ও সংগ্রহে রাখার ওপর নিষেধাজ্ঞা , সকল বন্দুক বিক্রেতার অতীত কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষা চালু, বন্দুকপাচারে কঠোর শাস্তির বিধান এবং ফেডারেল ব্যুরো অব অ্যালকোহল, ট্যোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস এর প্রধান নিয়োগের অনুমোদন দেয়ারও আহবান জানিয়েছেন।
তবে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ওবামার এই অস্ত্রনিয়ন্ত্রণ প্রস্তাব প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। অস্ত্র ব্যবহারকারী বিপুলসংখ্যক ভোটারের কথা চিন্তা করে ডেমোক্র্যাট দলের কয়েকজন সদস্য এই প্রস্তাব সমর্থনের ব্যাপারেও দ্বিধানি�ত।
প্রখ্যাত বেশ কয়েকজন রিপাবলিকান ইতোমধ্যে ওবামার পরিকল্পনা নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র বহনের অধিকার হরণ চেস্টার অভিযোগ তুলেছেন।
রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রেইনসি প্রিবাস মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের সদস্যরা বলেন, অস্ত্র কিনতে ইচ্ছুক ব্যক্তির অতীত ইতিহাস খতিয়ে দেখা বাঁধ্যতামূলক করার প্রস্তাবটি এ আইনের সবচেয়ে ভালো দিক। প্রস্তাবিত আইনের এ ধারাটি প্রতিনিধি পরিষদের বিভক্তির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।