আরও একবার লড়াই করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির সমন্বয়ক তরিকুল ইসলাম। একইসময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন করে আরো দুইটি মামলায় গ্রেফতার দেখানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বৃহস্পতিবার নয়াপল্টনের ভাসানি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বর্তমান সরকারের শাসনামলে খুন,গুম, হত্যা, নারী নির্যাতনের কথাও তুলে ধরেন তরিকুল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এই আলোচনা সভার আয়োজন করে। সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিলেও আন্দোলন থামানো যাবে না উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, কারণ জনগণ আন্দোলনের জন্য উন্মুখ হয়ে আছে। আসুন আরেকবার লড়াই করি, হয় বাঁচব, নয় মরব। বন্দি খাঁচার ভেতর থেকে গণতন্ত্রকে মুক্ত করি। সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। তিনি বলেন, কথায় আছে ভাত দেওয়ার মুরোদ নেই, খিল দেয়ার গোসাই। সরকারের অবস্থায়ও এমন। পিপার স্প্রে মারার কারণে একজন শিক্ষক মারা গেছে অভিযোগ করে এরজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমানকে ধ্রুব নক্ষত্রের সঙ্গে তুলনা করে তরিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বুকে হাত দিয়ে বলতে পারি আমরা কেউ জিয়াউর রহমানের চরিত্রের আর্দশের এক আনাও অনুসরণ করি না। শুধু দিবস এলেই তার কথা আলোচনা করি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, মাঝিরা যখন পথ হারিয়ে ফেলে তখন দ্রুত তারা দেখে পথ খুঁজে নেয়। তেমনি আমাদেরকে জিয়ার আর্দশে অনুপ্রাণিত হয়ে মানুষের অধিকার রক্ষার শপথ নিতে হবে। তার চরিত্রের ভাল দিকগুলোকে সত্যিকার অর্থেই ধারণ করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩