বিক্ষুদ্ধ লোকজন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোট বাজারসহ কয়েকটি জায়গায় ব্যারিকেট দেয়। এ সময় পুলিশের সঙ্গে জনতার মধ্যে ধাওয়াপাল্টা-ধাওয়া হয়। বিক্ষুদ্ধ জনতা একটি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশ লাটিচার্জ করে বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
উখিয়ায় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা বাহিনীর কয়েকটি দল টহল দিচ্ছে।