পরে দুপুর ১২টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিশ্ববিদ্যালয় থানা গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগ কর্মীদেরকে ধাওয়া করে।
এ সময় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ও ছাত্রলীগ কর্মী সজিব পুলিশের বন্দুক কেড়ে নিয়ে ছাত্রদল কর্মীদের ওপর গুলি চালায় বলে ছাত্রদল অভিযোগ করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে এবং ছাত্রদলের সভাপতি ওমর ফারুকসহ ১০ জনকে গ্রেফতার করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের একজন কর্মী শটগান কেড়ে নিয়ে একটি ফাঁকা গুলি করেন। পরে পুলিশ তা উদ্ধার করে।
বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।