আজ || বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


ইবিতে সংঘর্ষে আহত ৪০, পুলিশের বন্দুক কেড়ে নিয়ে ছাত্রলীগ নেতার গুলি

undefined

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ জানুয়ারি শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা  আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২য় প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করছিলেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা সেখানে হামলা  করে। ছাত্রলীগের তাড়া খেয়ে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় এবং বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে।

পরে দুপুর ১২টার দিকে  ছাত্রদল নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিশ্ববিদ্যালয় থানা গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগ কর্মীদেরকে ধাওয়া করে।
এ সময় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ও ছাত্রলীগ কর্মী সজিব পুলিশের বন্দুক কেড়ে নিয়ে ছাত্রদল কর্মীদের ওপর গুলি চালায় বলে ছাত্রদল অভিযোগ করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে এবং ছাত্রদলের সভাপতি ওমর ফারুকসহ ১০ জনকে গ্রেফতার করে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের একজন কর্মী শটগান কেড়ে নিয়ে একটি ফাঁকা গুলি করেন। পরে পুলিশ তা উদ্ধার করে।

বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!