বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় এ বৈঠক হয়। রাত আটটায় শুরু হয়ে বৈঠক চলে রাত ১০টা পর্যন্ত।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
শমসের মবিন বলেন, “প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে দু’দেশের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।”
এছাড়া বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ড্যান মজিনার সঙ্গে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন।