২৪ ঘণ্টার মধ্যে তরল গ্যাস ছোড়া বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এতে পুলিশকে এ ধরনের গ্যাস ছোড়া বন্ধের অনুরোধ জানানো হয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালকের প্রতি এ নোটিশ পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া এ আইনি নোটিশ পাঠান। পরে তিনি সাংবাদিকদের জানান, আজ রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, কিছুদিন যাবত্ লক্ষ্য করা যাচ্ছে, সরকারবিরোধী বিভিন্ন সমাবেশ এমনকি পেশাজীবী শিক্ষকদের ওপর ‘পিপার স্প্রে’ নামের ক্ষতিকর এক ধরনের তরল গ্যাস ছোড়া হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে ১৯৯০ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে এ গ্যাসের প্রতিক্রিয়ার ঘটা ৬১টি মৃত্যুর উদাহরণ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশের পিপার ছোড়ার ঘটনা রয়েছে। পিপার স্প্রের কারণে ক্যানসার হতে পারে বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক গবেষণায় বলা হয়েছে। লিগ্যাল নোটিশ প্রদানের ২৪ ঘণ্টার মধ্যে এই গ্যাস প্রয়োগ বন্ধের অনুরোধ জানানো হয়, অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।