বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্রায়ান লারা এখন ঢাকায়। বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল চিটাগাং কিংসের শুভেচ্ছা দূত হিসেবে এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান গতকাল সকালে দুবাই হয়ে এমিরেটসের ফ্লাইটে ঢাকা আসেন। বিকেলে তিনি রাজধানীর হোটেল রিজেন্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।তিনি জানান, বাংলাদেশে এসেছেন মূলত তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে। দলটির সূত্র জানায়, টেস্ট ক্রিকেটর সর্বোচ্চ রানের রেকর্ডধারী এ ব্যাটসম্যান মাঝে একবার ফিরে গেলেও লীগের পুরোটা সময় বাংলাদেশে থাকার চেষ্টা করবেন।