সাড়ে ৫ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ঈদগাঁহের পাশ থেকে ৬ টি ৯ এমএম ৭.৬৫ পিস্তুল,৪টি পাইপগান,৫৫ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি ও ১১ টি ম্যাগজিন সহ ফুলচাঁদ নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র গুলি বিক্রি করার উদ্দেশ্য আমদানী করা হতে পারে। র্যাবের হাতে আটক ফুলচাঁদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের জেকের মন্ডলের ছেলে।