সোমবার সেন্ট জেমস প্যালেস থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে বলে প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
গত মাসে ৩১ বছর বয়সী কেটকে হালকা শারীরিক অসুস্থতায় হাসপাতালে নেয়া হলেই ব্রিটিশ রাজ পরিবারে নতুন কেউ আসতে যাচ্ছে এমন ধারণা চাউর হয়।
কেট এখন তিন মাসের অন্তঃস্বত্বা। তিন দিন হাসপাতালে থাকার পর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। এখন তার শারীরিক অবস্থা বেশ ভাল।
তবে এই রাজবধূকে কয়েকমাস যাবৎ মানুষালে খুব একটা দেখা যাচ্ছে না। পুরোমাত্রায় বিশ্রামে দিন পার করছেন তিনি।
সর্বশেষ ক্রিসমাসের আগে তাকে বিবিসি স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার ব্র্যাডলি উইগিন্সরে সাথে সাইক্লিংয়ে দেখা যায়।