আজ || বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ‘কল্যাণের শপথ সেবা সংঘ’র কমিটি গঠন       গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর     
 


ভারতের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আরো এক সেনাকে হত্যা

undefined
কাশ্মীর সীমান্তে ভারতের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আরো এক সেনাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

কাশ্মীরের কুন্দি সীমান্তে ভারতের দিক থেকে গোলাগুলির সময় ওই পাকিস্তানি সেনা নিহত হয়।

কয়েক সপ্তাহ ধরে কাশ্মীরে সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত দুদেশের পাঁচ সেনা নিহত হয়। নিহতদের তিনজন পাকিস্তানি সেনা।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ভারতের গুলিবর্ষণে আরো এক পাকিস্তানি সেনা নিহত হবার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

একই সাথে ভারতের রাজনীতিকদের পাকিস্তানের প্রতি হিংসা ছড়ানোর প্রতিযোগিতামূলক বিবৃতিরও সমালোচনা করেছেন তিনি।

নিউইয়র্কে অবস্থানরত হিনা তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ভারতকে যুদ্ধবাজ হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার ভারতের ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

কাশ্মীর সীমান্তে বেশ কিছুদিন থেকে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক সম্পর্ক চলতে পারে না’।

রাজনীতিবিদরা যখন বলছেন সীমান্তে সেনা হত্যায় দুদেশের শান্তি প্রক্রিয়া ভেস্তে যেতে বসেছে তখনই মনমোহন ভারতীয় সেনার মাথা নিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন- ‘এটা কিছুতেই মেনে নেয়া যায়না’।

নয়াদিল্লিতে সেনাবাহিনীর এক সভায় তিনি বলেন, যারা এ অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখিন করতে হবে।

ভারত এরই মধ্যে দুদেশের নতুন ভিসা কর্মসূচি স্থগিত করেছে। এছাড়া পাক-ভারত ক্রিকেটের সামনের ম্যাচগুলোর ওপর এর অনিবার্য প্রভাব পড়তে যাচ্ছে।

হিনা রাব্বানি দাবি করেন, তার দেশ শান্তি ও বন্ধুত্বের আদর্শ। তিনি আরও দাবি করেন, ‘আমি আনন্দিত যে আমরা কথা বা কাজে কোনো প্রতিক্রিয়া দেখাইনি।’

গত দু’সপ্তাহ ধরে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কয়েক দফা গুলিবিনিময় হয়। এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ৬০ বছর ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দু’দেশ একাধিকবার যুদ্ধে জড়িয়ে পড়ে। এরমধ্যে বেশ কয়েকবার শান্তি চুক্তি হলেও বারবারই তা ভঙ্গ করে চলেছে চিরবৈরী এ দুটি দেশ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!