জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশের জনগণ প্রধান দুই দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশের উন্নয়নের জন্য কিছুই করেনি। এখন দেশের মানুষ পরিবর্তন চায়। আর এ পরিবর্তন আনতে পারে একমাত্র জাতীয় পার্টিই।’
আজ সোমবার টাঙ্গাইলের ঘাটাইলে এক পথসভায় এরশাদ এসব কথা বলেন। পথসভায় টাঙ্গাইল-৩ উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।