আজ || বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ‘কল্যাণের শপথ সেবা সংঘ’র কমিটি গঠন       গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর     
 


দুদকের তদন্ত চলাকালেই সিনিয়র জেল সুপারকে ডিআইজি করার সুপারিশ

জেল সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। অথচ তদন্ত শেষ হওয়ার আগেই ওই সিনিয়র জেল সুপারকে ডিআইজি (প্রিজন্) হিসেবে পদোন্নতি দিতে যাচ্ছে কারা অধিদফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতির প্রস্তাবসংবলিত ফাইলটি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়।

কারারক্ষী নিয়োগ নিয়ে অনিয়মের জন্য অভিযুক্ত ওই সিনিয়র জেল সুপার আলতাব হোসেন তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীন কাশিমপুর পার্ট-৩ মহিলা কারাগারের কর্মরত।

সূত্র জানায়, কারা মহাপরিদর্শক(আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান তার অত্যন্ত ঘনিষ্ঠজন বলে পরিচিত আলতাব হোসেনকে কারা উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান। মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের আনুষ্ঠানিকতা শেষে ফাইলটি ১৬ জানুয়ারি বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছেছে। মন্ত্রী ফাইলটি বাসায় নিয়ে গেছেন বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

দুদক সূত্র জানায়, গত বছরের মার্চ মাসে কারারক্ষী নিয়োগ কমিটি ও আইজি প্রিজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। আলতাব হোসেন ওই নিয়োগ কমিটির সভাপতি ছিলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে এ অভিযোগের তদন্ত শুরু করেছে। গত সপ্তাহে দুদক ওই নিয়োগ কমিটিকে তলব করে। তদন্ত কর্মকর্তার কাছে তাদের বক্তব্য দেয়া শেষ হয়নি।

সূত্র জানায়, অভিযুক্ত আলতাব হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত চলার সময় তাকে পদোন্নতি দেয়ার সুপারিশ করায় কারা অধিদফতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিরীহ ও সৎ কর্মকর্তারা এতে হতাশ হয়ে পড়েছেন বলেও সূত্র জানায়।

সূত্র আরো জানায়, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খানের বিরুদ্ধেও কারারক্ষী নিয়োগ নিয়ে দুর্নীতির প্রমাণসহ দুদকে অভিযোগ করেছেন যশোহরের এক মুক্তিযোদ্ধা। দুদক এই অভিযোগেরও তদন্ত করছে।

এ প্রসঙ্গে জানতে আইজি প্রিজন আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় শুনেই ফোন কেটে দেন।

প্রসঙ্গত, আইজি প্রিজন ব্রিগেডিয়ার আশরাফুল ইসলাম খান সর্বশেষ ২০১২ সালে তৃতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!