আজ || শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


দুদকের তদন্ত কার্যক্রমে উদ্বেগের কারণ নেই বিশ্বব্যাংকের

undefined
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের  দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে দুদকে রবর্তমান তদন্ত কার্যক্রম নিয়ে উদ্বেগের কোনো কারণ বিশ্বব্যাংকের নেই।

অচিরেই বিশ্বব্যাংকের সব প্রশ্নের উত্তর পাঠাবে দুদক— এ কথা উল্লেখ করে গোলাম রহমান বলেন, কানাডিয়ান সরকারকে মামলার এজাহারের কপিও পাঠানো হবে।তবে যা কিছু হবে তা বাংলাদেশের স্বার্থ ও দেশের আইনানুযায়ীই হবে বলে জানান তিনি। গোলাম রহমান বলেন, পৃথিবীর অনেক দেশেই অপরাধ করেছে এমন সন্দেহে গ্রেপ্তারের বিধান থাকলেও বাংলাদেশের আইনে তা নেই।তাই আসল অপরাধী চিহ্নিত করাই দুদকের কাজ। তবে এ নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কিত হওয়ার কিছু নেই।তিনি আরো বলেন, সন্দেহ জনক হিসেবে যাদের কথা বলা হচ্ছে তাদের বিষয়ে বিস্তর তদন্ত হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলেতাদেরও আইনের আওতায় আনা হবে। গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেপদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি দমন কমিশনের বর্তমান তদন্ত কার্যক্রম নিয়েউদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল।

প্রাপ্য প্রমাণের ভিত্তিতেদুদকের তৈরি করা প্রাথমিক তথ্য প্রতিবেদন পর্যালোচনা করে তদন্তের পরিধিনিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন প্রতিনিধি দলের প্রধান লুই মোরেনো ওকাম্পো।দুদকের কাছে বেশ কিছু বিষয়ের ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের কাছ থেকেব্যাখ্যা পাওয়ার পরই বিশেষজ্ঞ প্যানেল প্রতিবেদন চূড়ান্ত করবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!