পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে আজ সোমবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল এলাকা। সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বাস, পুলিশের ভ্যান, কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। ভয়াবহ আকারে যানবাহনও ভাঙচুর করে।
পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের সদস্যসহ ত্রিশ জন আহত হয়।
একই ভাবে কুষ্টিয়া ও বগুড়াতেও পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ দলের শীর্ষস্থানীয় নয়জন নেতা ও কারাগারে আটক সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তির দাবিতে গতকাল আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। ওই ঘোষণা অনুযায়ী আজ বিকেলে তারা বিক্ষোভ মিছিল করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় জড়িত জামায়াত শিবিরের বিশ নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধ অপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে আর সরকারকে তাদের বাহু শক্তি দেখাতে জামায়াত এই ধ্বংস যজ্ঞ চালায়।