বিশিষ্ট লেখক, সাহিত্যিক আবদুশ শাকুর আর নেই (ইন্নালিল্লাহে… রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আবদুশ শাকুরের
জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৪১ সালে, নোয়াখালী জেলার সুধারাম থানার রামেশ্বরপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ এম.এ এবং হল্যান্ডের আই.এস.এস থেকে অর্থবিজ্ঞানে এম.এস করেন। প্রথমে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা, পরে পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিসে যোগদান এবং বাংলাদেশ সরকারের সচিব হিসাবে অবসর গ্রহণ করেন। পড়াশোনা করেন বিবিধ বিষয়ে এবং নানান ভাষায়। লেখেন গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও রচনাসাহিত্য।
আবদুশ শাকুর ১৯৭৯ সালে বাংলা একাডেমী পুরস্কার পান ছোটগল্প রচনায় বিশেষ অবদানের জন্যে। তার ‘গল্পসমগ্র’র জন্য পশ্চিমবঙ্গ থেকে ২০০৩ সালের ‘অমিয়ভূষণ পুরস্কার’ পান। ২০০৪ সালে ‘প্রথম আলো বর্ষসেরা বই’ পুরস্কার পান মননশীল প্রবন্ধগ্রন্থ ‘গোলাপসংগ্রহ’র জন্য। সমগ্র সাহিত্যকর্মের জন্য ‘অলক্ত সাহিত্য পুরস্কার’ পান ২০০৮ সালে।