আজ || রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন    
 


মানবপ্রাচীরে জনতা সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে

মানবপ্রাচীরে অংশ নিয়ে লাখো জনতা সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মানবপ্রাচীর কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ইংলিশ রোড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম এ দাবি করেন।
তরিকুল বলেন, “আমরা হরতালের বিকল্প হিসেবে বিভিন্ন কর্মসূচি দিচ্ছি। সরকারকে জনগণের ভাষা ও হৃদয় স্পন্দন বুঝতে হবে। সরকারের উচিত হবে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দেয়া।”
সুশীল সমাজের উদ্দেশে তরিকুল বলেন, “আপনারা হরতালের বিকল্প কর্মসূচির কথা বলেন। আমরা বিকল্প ছয়টি কর্মসূচি পালন করলাম। এরপর আপনারা সরকারের ওপর চাপ সৃষ্টি করুন। না হলে বিএনপি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

এর আগে গাড়িতে চড়ে মানবপ্রাচীর কর্মসূচি পরিদর্শন করেন তরিকুল। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লা বুলু।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে হরতাল-অবরোধের পর এবার মানবপ্রাচীর করে সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মঙ্গলবার রাজধানীসহ দেশের প্রত্যেকটি জেলায় মানবপ্রাচীর কর্মসূচি পালন করছে জোটটি। প্রত্যেকটি জেলায় সকাল ১১টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি শুরু হয়।
[বাংলাদেশটাইমস.নেট/রঞ্জিত সরকার/ ঢাকা]
মন্তব্য করুন -


Top
error: Content is protected !!