আজ || বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুরঞ্জিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আজ সকালে তার পক্ষে আইনজীবী ক্ষমা প্রার্থনার বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে এর আগে তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। এর লিখিত জবাবে ক্ষমা প্রার্থনা করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আইনজীবী আব্দুল বাসেত মজুমদার লিখিত জবাবে ক্ষমা প্রার্থনা করে শুনানির জন্য সময় প্রার্থনা করেন। এ বিষয়ে শুনানির জন্য ২২শে জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

লিখিত জবাব দাখিলের পর সুরঞ্জিত সেনগুপ্তের আইনজীবী আব্দুল বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, আদালত অবমাননার ব্যাখ্যার জবাবে ক্ষমা প্রার্থনা করে শুনানরি জন্য সময় আবেদন করেছি। আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত একজন আইনজীবী। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিচারিক বিষয়ে আগ্রহ থাকতেই পারে, তবে তিনি ট্রাইব্যুনালের উপর প্রভাব ফেলতে কোন বক্তব্য দেননি। বিচারাধীন বিষয়ে ট্রাইব্যুনালকে প্রভাবিত করার কোন উদ্দেশ্য ছিল না তার বক্তব্যে। তাই তার পক্ষে ক্ষমা প্রার্থনা করে ট্রাইব্যুনালে লিখিত জবাব দাখিল করেছি।

উল্লেখ্য বিচারিক বিষয়ে মন্তব্য করায় গত ২৪শে ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ স্বপ্রণোদিত হয়ে সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে রুল জারি করেন।

[বাংলাদেশটাইমস.নেট/রঞ্জিত সরকার/ ঢাকা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!