বিপিএলের দ্বিতীয় আসরের টিকিট বিক্রি রোববার শুরু হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে সোমবার।
সোমবার থেকে রাজধানীর প্রিমিয়ার ব্যাংক ও এয়ারটেল আউটলেটগুলোয় টিকেট পাওয়া যাবে। রোববার বিপিএল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
নতুন বার্তা ডটকমকে এসব তথ্য জানান বিপিএলের টিকিট স্বত্ব নেয়া অ্যাক্টিভ সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুর রহমান রানা।
আসাদুর রহমান জানান, ‘রাজধানীতে প্রিমিয়ার ব্যাংকের ২১টি শাখায় ও এয়ারটেলের সব আউটলেটে টিকেট বিক্রি করা হবে। www.activeservice.net, www.easy.bd.com ওয়েবসাইটে টিকেট পাওয়া যাবে।
আসাদুর রহমান আরো জানান, এয়ারটেলের আউটলেটে ৩০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকে ৩০ শতাংশ, অনলাইনে ১০ শতাংশ ও ভেন্যুতে ১০ শতাংশ টিকেট বিক্রি করা হবে।
বিপিএলে এবার সর্বনিম্ন টিকেটের দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। তবে এয়ারটেলের গ্রাহকেরা তাদের আউটলেটে ৩০ শতাংশ কমে ২৪৫ টাকায় টিকেট কিনতে পারবেন। বিপিএলের টিকিট কিনতে ছাত্ররাও এই ছাড় পাবে।