মার্কিন অর্থনীতিকে পেছনে ফেলে শিগগিরি সামনের দিকে এগিয়ে যাবে এশিয়ার জায়ান্ট চীন। আগামী ২০১৪ সালের মধ্যে দেশটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির দেশে পরিণত হবে আর আমেরিকা এবং ইউরোপ হারাবে তাদের আগের প্রভাব।
এ ছাড়া, রপ্তানি খাতেও চীনের অবদান হবে সবচেয়ে বড় যা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। এসব কথা জানিয়েছেন মার্কিন এইচএসবিসি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ স্টিফেন কিং। ইমার্জিং মার্কেট ইনডেক্স রিপোর্টে তিনি এ কথা লিখেছেন।
এতে কিং আরো বলেছেন, "আমরা আমেরিকা ও ইউরোপের নেতৃত্বাধীন বিশ্ব থেকে চীনের নেতৃত্বাধীন বিশ্বের দিকে এগিয়ে চলেছি। ২০১৪ সালের মধ্যে চীনই বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখবে।"
গত বছর চীনা অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৭.৮ অথচ চলতি বছর তা বেড়ে হবে ৮.৬ ভাগ। চীনের এ প্রবৃদ্ধিতে প্রতিবেশি দেশগুলোর পাশাপাশি ইউরোপ-আমেরিকার উন্নত দেশগুলোও লাভবান হবে।
স্টিফেন কিং তার রিপোর্টে বলেছেন, যেখানে অ
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩