আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


সাগরের ঢেউয়ের মতো মানবপ্রাচীরে জনতার ঢল নামবে

মানবপ্রাচীর সফল করতে সরকারের সহযোগিতা কামনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, সাগরের ঢেউয়ের মতো মানবপ্রাচীরে জনতার ঢল নামবে।

সোমবার বিকেলে নয়াপল্টনে ভাসানী মিলানায়তনে ১৮ দলীয় জোট ঢাকা মহানগরের যৌথসভায় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তরিকুল বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে মানুষ রাস্তায় নেমে আসবে। এতে অংশ নিয়ে জনগণ সরকারের বিরুদ্ধে গণঅনাস্থা জ্ঞাপন করবে। কেননা গণতন্ত্র আজ আহত অবস্থায় অবরুদ্ধ হয়ে আছে।

তিনি বলেন, ‘সরকার গণতন্ত্রের ভিতকে চুরমার করে দিয়েছে। কাউকে প্রভাবিত করে কেউ যাতে আগামী দিনে ক্ষমতায় না আসতে পারে, সে জন্যই আমাদের আন্দোলন।’

বিএনপির সমন্বয়ক জানান, লুটপাটতন্ত্রকে সমূলে উৎখাত করতেই এই কর্মসূচি দেওয়া হয়েছে, আর তা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।

হরতালের বিকল্প হিসেবে মানবপ্রাচীর মতো ‘নিরীহ কর্মসূচি’ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মানবপ্রাচীরে জনগণ রাস্তার এক পাশে ফুটপাতে হাতে হাত রেখে অবস্থান নিবে।’

হরতাল দিলে ব্যবসায়ীরা আপত্তি জানান উল্লেখ্য করে তরিকুল বলেন, ‘আমরা  ব্যবসায়ীদের বলবো- আপনারা সরকার কে বলেন, তারা যেন জনগণের দাবি মেনে নেয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পুলিশের কাছে অনুমতি চেয়েছি, প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখনও কিছু জানানো হয়নি। সুতরাং আমরা ধরে নিচ্ছি এতে তাদের সম্মতি রয়েছে।’

জামায়াত নেতা মজিবুর রহমানের আটকের কড়া সমালোচনা করে তরিকুল অভিযোগ করে বলেন, ‘সরকার যাকে ইচ্ছা, তাকে ধরে গ্রেপ্তার করছে। তারা শুধু নেতাদের গ্রেপ্তার করছে না, পর্দাশিন নারীদেরও আটক করছে।’

দেশ মগের মুল্লুক হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ছাত্রলীগ এক মূর্তিমান আতঙ্ক। তারা শিক্ষকদের গায়ে হাত তুলছে; তাদের দেখলে এখন শয়তান পর্যন্ত পালিয়ে যায়। মানুষ তাদের হাত থেকে বাঁচতে চায়।’

সংবাদ সম্মেলনে বিএনপির অর্থনৈতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম জানান, মঙ্গলবার মানবপ্রাচীর সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে চলবে।

তিনি আরো জানান, মানবপ্রাচীর মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে যথাক্রমে তেঁজগা, সাত রাস্তার মোড়, এফডিসি মোড়, মগবাজার মোড়, রমনা থানা, কাকরাইল সাম্যবাদ মোড়, মৎস ভবন, প্রেসক্লাব, শিক্ষাভবন, পুরাতন রেলওয়ে হাসপাতাল, গুলিস্তান মাজার, ফুলবাড়ী বাস স্ট্যান্ড, বংশাল মোড়, ইংলিশ রোড, রায়ে সাহেব বাজার, ডিসি অফিস, জজকোর্ট গিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হাসেন খোকা, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, বিজেপির মতিন সাউদ, ইসলামী ঐক্যজোটের শেখ লোকমান হোসেন প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!