প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০১৩, ৫:১৮ অপরাহ্ণ
মুজিবর গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীতে মঙ্গলবার জামায়াতের হরতাল
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে জামায়াত।
দলটির রাজশাহী বিভাগের সব জেলা আমীরের সিদ্ধান্ত অনুযায়ী এ হরতাল আহ্বান করা হয়।
সোমবার দুপুরে জামায়াতের রাজশাহী বিভাগের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল আহ্বান করে নেতারা বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগরী আমির আতাউর রহমান, রাজশাহী বিভাগের টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া জেলা আমির মো. শাহাবুদ্দিন, পাবনা জেলা আমির মাওলানা আব্দুর রহীম, নওগাঁ জেলা আমির অধ্যাপক সালেকুর রহমান, নাটোর জেলা আমীর অধ্যাপক ইউনুস আলী, রাজশাহী পশ্চিম জেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, রাজশাহী পূর্ব জেলা আমির রেজাউর রহমান, নবাবগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল লতিফ প্রমুখ।
বিবৃতিতে নেতারা মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহীর গোদাগাড়ী-তানোর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবর রহমানকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করে রাজশাহী মহানগরীর একটি মিথ্যা মামলা দিয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক।”
নেতারা অবিলম্বে অধ্যাপক মুজিবর রহমানসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন।
[বাংলাদেশটাইমস.নেট/মুশফিক/ রাজশাহী]
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩