যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে প্রেসিডেন্ট বারাক ওবাম আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস পাওয়া যাচ্ছে।
শনিবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ প্রকাশিত জরিপে দেখা গেছে দুই প্রার্থীর পক্ষে জনসমর্থন প্রায় সমান। ওবামার এগিয়ে থাকার ব্যবধান সামান্যই। ৪৭ শতাংশ ভোটার জানিয়েছে তারা ওবামার প্রতি সমর্থন জানাবে, আর ৪৬ শতাংশ ভোটার রমনিকে ভোট দিবে বলে জানিয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩