আজ || বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে ‘কল্যাণের শপথ সেবা সংঘ’র কমিটি গঠন       গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর     
 


পাঁচটি দেশে ডেসটিনির ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে দুদক

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনির পাঁচটি দেশে ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমেরিকা, সিংঙ্গাপুর, মালেশিয়া, হংকং এবং কানাডায় এসব অ্যাকাউন্ট পাওয়া গেছে বলে দুদক সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে দুদকের উপপরিচালক এবং ডেসটিনির বিরুদ্ধে করা মামলা প্রধান তদন্তকারী কর্মকর্তা মোজাহার আলী সরদার জানান, ডেসটিনির বিরুদ্ধে করা মামলা তদন্ত করতে গিয়ে আমরা পাঁচটি দেশে ডেসটিনির ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি। তবে এসব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কত টাকা মানিলন্ডারিং করা হয়েছে তা এখনো জানা যায়নি। এসব অ্যাকাউন্টের বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে দ্রুত মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিট্যান্ট রিকোয়েস্ট (এমএলআর) পাঠানো হবে।

জানা গেছে, বিদেশ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর টাকা যে প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে ডেসটিনির টাকাও একই প্রক্রিয়ায় ফেরত আনা হবে। গত ২২ নভেম্বর কোকোর সিংঙ্গাপুরে পাচার করা অর্থের মধ্যে ২০ লাখ ৪১ হাজার ৫৩৪ দশমিক ৮৮ সিঙ্গাপুরি ডলার (প্রায় সাড়ে ১৩ কোটি টাকা) দেশে ফিরিয়ে আনে দুদক। এছাড়া গত ৩১ ডিসেম্বর এই টাকার লভ্যাংশ ১৫ লাখ ৪৮ হাজার সাতশ’ আটান্ন টাকা ফেরতও আনে দুদক।

 

[বাংলাদেশটাইমস.নেট/এমবি মুসা/ঢাকা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!