পাকিস্তানের উত্তরে উপজাতি অধ্যুষিত ওয়াজিরিস্তানে রাস্তার পাশ্বে পুতে রাখা বোমা বিস্ফোরণে ১৪ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সূত্র-বিবিসি
খবরে বলা হয় পাকিস্তানি তালিবান নেতা এই এলাকায় সামরিক বাহিনীর উপর আক্রমণ চালানোর আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলি করার মাত্র একদিন পর রবিবার এই বিস্ফোরণের ঘটনা ঘঠে।
গোয়েন্দা কর্মকর্তারা জানায় প্রাদেশিক শহর মিরানশাহের ৩০ মাইল দক্ষিণে এই বিস্ফোরণের ঘটনা ঘঠে।
[বাংলাদেশটাইমস.নেট/আন্তর্জাতিক ডেস্ক]
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩