বদলে গেল ‘চোরাবালি’ ছায়াছবির শেষ দৃশ্যটি। শেষ দৃশ্যটি ছিল এমন, নায়কজেল থেকে হাসিমুখে বের হয়েছেন। নায়িকার হাতে ফুল। মুখে হাসি।
রনি বলছিলেন,‘ শুরু থেকেই ‘চোরাবালি’ ছবির অন্য একটি সমাপ্তি আমারমাথায় ছিল। শেষ মুহুর্তের কিছু কারিগরি জটিলতার কারণে সেই দৃশ্যটি সংযুক্তকরা যায়নি। এবারে দর্শকদের জন্য এটি নতুন চমক হিসেবে থাকছে। চমকটা দর্শকএখন থেকেই হলে গিয়ে উপভোগ করতে পারবেন।এবারে পাল্টে গেল ছবির শেষ দৃশ্যটা। নিজের প্রথম ছবির শেষ দৃশ্যটাকে আরও চমকপ্রদ ভাবে হাজির করতে চাইছেন পরিচালক রেদওয়ান রনি। সংশ্লিষ্ট বিভাগের অনুমতি সাপেক্ষেই দর্শকরা এইনতুন সংস্করণটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।’
স্ক্রিনহাউজএন্টারটেইনমেন্ট ও মাছরাঙা প্রডাকশনস লি. প্রযোজিত ‘চোরাবালি’ বর্তমানেচলছে ঢাকা, চট্রগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, পাবনা, বগুড়া, ভোলা, ভৈরব সহসারা দেশের ১৬ টি প্রেক্ষাগৃহে।ছবিতে অভিনয় করেছেন, জয়া আহসান, ইন্দ্রনীল সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, সোহেল রানা, এ টি এমশামসুজ্জামান, নবাগতা পিয়া এবং আরও অনেকে।