বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক এমপি অধ্যাপক মুজিবর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামায়াতের প্রোগ্রাম শেষ করে ঢাকার যাওয়ার পথে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে র্যাব-৬ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।
১৮ দলীয় জোটের হরতালের সময় রাজশাহীতে পুলিশের উপর হামলা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে খুলনা সদর থানা পুলিশ জানিয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকা থেকে অধ্যাপক মুজিবর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর দফতরে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, গত ৬ জানুয়ারী ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজশাহীতে পুলিশের উপর হামলা হয়। এঘটনায় দায়েরকৃত মামলায় অধ্যাপক মুজিবর রহমান আসামী রয়েছে। রাজশাহী থানা পুলিশ র্যাব এর কাছে তাকে গ্রেফতারের রিকুজিশন পাঠায়। সে অনুযায়ী রোববার তাকে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানা পুলিশের মাধ্যমে রাজশাহীতে পাঠানো হবে।
এদিকে দলীয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক প্রোগ্রাম শেষ করে বিকেল ৪ টার দিকে সাতক্ষীরা থেকে তার সফরসঙ্গী ও গাড়ির চালক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে খুলনার জিরো পয়েন্ট এলাকায় আসলে রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে র্যাব-৬ এর একটি গাড়ি তাদের গতিরোধ করে এবং অধ্যাপক মুজিবর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়।