আজ || রবিবার, ২২ Jun ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় স্ত্রীর সংসার ত্যাগ       গোপালপুরে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময়       ‘মাওলানা ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত’ -সালাম পিন্টু       গোপালপুরে মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা       গোপালপুর কামিল মাদ্রাসার হিরক জয়ন্তী অনুষ্ঠিত       ধনবাড়ীর পানকাতা ইসলামিয়া হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী       গোপালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ‘ভূমি মেলা’ উদ্বোধন       বিভাগীয় সমাবেশ সফল করতে গোপালপুরে প্রস্তুতিমূলক সভা       কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি গোপালপুরের মনিরুজ্জামান নিখোঁজ    
 


দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার হচ্ছে না

দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার হচ্ছে না। ব্যালট পেপারের মাধ্যমেই ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীতে ইভিএম সংযুক্ত করা সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, আরপিওতে ব্যালট ও ইভিএমের কথা উল্লেখ থাকলেও আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে এটি কার্যকর হবে না। শুধু ব্যালট পেপারই ব্যবহার করা হবে।

কারণ জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বেশিরভাগ রাজনৈতিক দল বর্তমানে ইভিএম ব্যবহারের বিপক্ষে তাই আমরা আপাতত এ নির্বাচনে শুধু ব্যালট পেপার ব্যবহার করতে চাচ্ছি। এছাড়া আগামী সংসদ নির্বাচনে প্রায় পৌনে তিন লাখ ভোটকেন্দ্র ব্যবহার করা হবে। এতে যে পরিমাণ ইভিএম লাগবে তা আমাদের কাছে মজুত নেই। আর এ অল্প সময়ের মধ্যে তা প্রস্তুত করাও সম্ভব নয়।

তাহলে যেসব ইভিএম তৈরি করা হয়েছে সেগুলোর কী হবে- এমন প্রশ্নের জবাবে কমিশনার শাহনেওয়াজ বলেন, এগুলো আপাতত বিভিন্ন স্থানীয় নির্বাচনে ব্যবহার করছি এবং পরীক্ষামূলকভাবে আরও করা হবে। এগুলো ভালোভাবে পরিচালনার জন্য দক্ষ জনবলও লাগবে। এ জনবল তৈরির জন্যও আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছি যাতে পরবর্তী নির্বাচনে ইভিএম ব্যবহার করা যায়।

বুয়েটের সঙ্গে ইসির বর্তমান সম্পর্ক জানতে চাইলে কমিশনার বলেন, বুয়েটের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে। তাদের সাথে আমাদের সামান্য মনমালিন্য ছিল। তবে আশা করছি তা দ্রুত ঠিক হয়ে যাবে। তাছাড়া বুয়েট আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!