আজ || মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
 


ভারতের পাঞ্জাবে বাস থেকে নামিয়ে গণধর্ষণ

 দিল্লি গণধর্ষণকাণ্ডের পুনরাবৃত্তি ঘটল এবার পাঞ্জাবে। গুরুদাসপুর জেলায় ২৪ বছরের এক তরুণীকে বাস থেকে অপহরণ করে সাত জন দুষ্কৃতি। শুক্রবার রাতে অপহরণের পরে রাতভর সাত জন মিলে তাকে গণধর্ষণ করে। পরে রক্তাক্ত ও অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পরিত্যক্ত একটি জায়গায় তরুণীটিকে ফেলে রেখে পালায় তারা। পথ চলতি এক গাড়ি চালকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও যুবতীটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, বিবাহিতা ওই তরুণী পাঠানকোটের কাছে তার বাপের বাড়ি থেকে একটি মিনিবাসে চেপে একাই গুরুদাসপুরে স্বামীর কাছে যাচ্ছিলেন। গুরুদাসপুর ঢোকার আগে ওই সাত জনের মধ্যে দু’জন তার পরিচয় জানতে চায় ও আলাপ জমায়। তারপর তারা বাস থামিয়ে জোর করে তাকে তুলে নিয়ে যায়। ওই যুবতীকে মুখ বেঁধে নির্জন এলাকায় নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে।
ঘটনা জানার পর পুলিশ সাত জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। তদন্তে নেমে বাসটির চালক, কন্ডাক্টার, হেলপারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক। সূত্র: আনন্দবাজার
মন্তব্য করুন -


Top
error: Content is protected !!