চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ রোববার ভোর চারটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী বোরহান উদ্দিন চৌধুরী তাঁর মৃত্যুর বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবু দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৭০, ১৯৮৬, ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।