পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (পিসিবি) জাকা আশরাফ পরিষ্কার বলে দিয়েছেন, শর্ত পূরণ করলেই কেবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি ক্রিকেটাররা খেলবে।
পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশের আচরণ ‘বিরক্তিকর’ হিসেবে উল্লেখ করে জাকা বলেন, “আমাদের আর এখন কোনো বাধ্যবাধকতা নেই।”
পিসিবির চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন, “পাকিস্তান সফরের বিষয়ে বাংলাদেশ ওয়াদা ভঙ্গ করেছে। বিসিবি একবার নয় দুই দুইবার এ কাজটি করেছে।”
“পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে বিসিবির দ্বিতীয়বারের অস্বীকার পাকিস্তান ভালোভোবে নেয়নি। কাজেই এখন আমরাও ভেবে দেখব খেলোয়াড় পাঠানোর বিষয়টি” বলেন পিসিবি প্রেসিডেন্ট।
তিনি বলেন, “বিসিবি যদি কিছু শর্ত পূরণ করে তাহলে আমরা খেলোয়াড় পাঠানোর বিষয়টি ভেবে দেখতে পারি।”
তবে পিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, দুই দেশের বোর্ডের মধ্যে এই বিষয়ে চুক্তি হলেই কেবল পাকিস্তানি খেলোয়াড়রা বিপিএলে খেলতে পারবে।
সূত্র জানাচ্ছে, সংক্ষিপ্ত সিরিজে হলেও বাংলাদেশ টিম পাকিস্তানে পাঠাবে এবং পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের কিছু খেলোয়াড় পাঠাবে।
সূত্র জানায়, জাকা আশরাফ বলেছেন, পাকিস্তানে দল পাঠাবে এই শর্তই আমরা মোস্তফা কামালকে আইসিসিরি ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু তারা কথা রাখেনি।
উল্লেখ্য, গত সপ্তাহে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন দিল্লি গিয়েছিলেন জাকা আশরাফের সঙ্গে দেখা করতে। ওই সময় জাকা আশরাফ ভারত-পাকিস্তান ওয়ান ডে খেলা দেখতে দিল্লিতে ছিলেন। বিপিএলে পাকিস্তানি খেলোয়াড় পাঠাতে পাপন জাকা আশরাফকে অনুরোধ করেন। বিপিএল’র অন্যতম আকর্ষণ পাকিস্তানি খেলোয়াড়। ১৭ জানুয়ারি শুরু হওয়া বিপিএল-এ তারকা খেলোয়াড় শহিদ আফ্রিদি, ইমরান নাজিরসহ ২১ জন পাক ক্রিকেটারের অংশ নেয়ার কথা রয়েছে।