ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে দেশের প্রথম কম্পিউটার ব্র্যান্ড শপ। ক্রেতাদের স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার সুযোগ করে দিতে ধানমন্ডি ২৭ নম্বর রোডে সাত হাজার বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে কম্পিউটার সোর্স এর ৩৭তম এই শাখাটি।
এখানে এক ছাদের নিচেই রয়েছে অ্যাপল, ফুজিৎসু, ডেল, এইচপি, মাইক্রসফট, ইন্টেল, সিসকো, নরটন, লজিটেক, লেক্সমার্ক, রেজার, অ্যান্টেক, ডব্লিডি ছাড়াও দেশী ব্রান্ডের সিএসমসহ ৪৩টি ব্র্যান্ডের আইটি পণ্য।
রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ থেকে শুরু করে ব্র্যান্ড ভিত্তিক প্রিন্টার, হোমথিয়েটার, হেডফোন, রাউটার ছাড়াও মাদারবোর্ড, গ্রাফিক্সকার্ড এর মতো কম্পিউটারের খুটিনাটি যন্ত্রাংশও।
সববয়সী ব্যক্তির জন্যই এখানে রয়েছে বিশ্বমানের হালনাগাদ আইটি পণ্য। সপরিবারে সময় কাটানোর জন্য রয়েছে এক্সপেরিয়েন্স জোন।
এই ব্র্যান্ডশপটির সাথেই রয়েছে অ্যাপল এর অথরাইজড রিটেইল শপ। সাড়ে ৭০০ বর্গফুট বিস্তৃত এই কর্নারে ম্যাকবুক থেকে শুরু করে রয়েছে আইপডও। এখানে প্রদর্শিত প্রতিটি ডিভাইসের সাথেই রয়েছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা। আছে প্রতিটি ডিভাইস সচল অবস্থায় পরীক্ষার ব্যবস্থাও।
গত ৯ জানুয়ারি সকালে দেশের প্রথম এই কম্পিউটার ব্র্যান্ড শপটির উদ্বোধন করেন দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ ও চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, ইনন্টেল বাংলাদেশ এর জিয়া মঞ্জুর ডেল বাংলাদেশ এর আতিকুর রহমান, এইচপি’র বাংলাদেশ প্রতিনিধি ও লজিটেক বাংলাদেশ প্রতিনিধি জামাল রহীম, ব্যাংকার, স্টেকহোল্ডার, ব্যবসায় প্রতিনিধি এবং কম্পিউটার সোর্স এর পরিচালক কর্মকর্তা বৃন্দ।