সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদ আর নেই। শনিবার ভোরে রাজধানীর গুলশানের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২০০০ সালের ২৩ মে থেকে ২০০৫ সালের মে পর্যন্ত পাঁচ বছর তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে আওয়ামী লীগের বিগত মেয়াদে এম এ সাঈদ অর্থ ও কেবিনেট সচিবের দায়িত্ব পালন করেন। সিইসি হিসেবে নিরপেক্ষ ভূমিকার জন্য তিনি সব রাজনৈতিক দলের কাছেই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন।