বুধবার সকালে জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়, পল্টনের মহানগর কার্যালয় এবং শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়।
জামায়াতের মহানগর কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মেজবাহ উদ্দিন লেন, "প্রায় এক বছর যাবৎ অফিস তালাবদ্ধ, নেতারা কেউ অফিসে আসেন না"। কেন আসেনা জানতে চাইলে তিনি বলেন, "কেউ আসলেই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। সারাক্ষণ গোয়েন্দা নজরদারিতে রয়েছে অফিস। এর আগে অফিস থেকে কয়েকজন কর্মচারিকেও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে"।
যারা পাহারার দায়িত্বে আছে তাদের বেতন কে দেয় জিজ্ঞেস করলে তিনি বলেন, টাকা ঠিকমত পাইনা। তবে বেতন দিতে একেক সময় একেক জন আসেন। সবাইকে আমরা চিনিও না।
এ দিকে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়েরও একই অবস্থা। গ্রেপ্তার আতঙ্কে শিবির নেতারা কেউ আর অফিসে আসেন না। এখানেও দীর্ঘ দিন ধরে শিবিরের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ আছে বলে জানালেন দায়িত্বরত এক নিরাপত্তা কর্মী।
তবে এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, অভিযোগ সত্য নয়। মূলত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকেই আমরা গ্রেপ্তার করেছি।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩