পাক-ভারত সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে। ভারতীয় সৈন্যের হাতে আরো এক পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার কাশ্মীর সীমান্তে লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতি বলা হয়, বৃহস্পতিবার দুপুরে কাশ্মীর ব্যাটল সেক্টরের নিকট একটি নিরাপত্তা চৌকিতে ভারতীয় সেনারা অতর্কিত হামলা চালিয়ে এক পাকিস্তানি সেনাকে হত্যা করে।
তবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের এমন দাবি অস্বীকার করেছে।
গত পাঁচ দিনে এনিয়ে মোট তিনটি সংঘর্ষের ঘটনা ঘটলো। গত রোববার ভারতীয় সেনারা কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একটি সেনা চৌকিতে হামলা করলে এক পাক সেনা নিহত ও একজন আহত হয়।
এদিকে, গত মঙ্গলবার পাক-ভারত সীমান্তে কাশ্মীর বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার কাছে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়।
উল্লেক্ষ্য,গত ৬০ বছর ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দু’দেশ একাধিকবার যুদ্ধে জড়িয়ে পড়ে। এরমধ্যে বেশ কয়েকবার শান্তি চুক্তি হলেও বারবারই তা ভঙ্গ করে চলেছে চিরবৈরী এই দুটি দেশ। [বাংলাদেশটাইমস.নেট/বিবিসি]