বাম রাজনৈতিক দলগুলোকে উন্মাদ হিসেবে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আমি আগেও বলেছি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যারা হরতাল দেয় তারা উন্মাদ, এটা সম্পূর্ণ পাগলামি।
বাম দল হরতাল ডাকতে পারে। কারণ তারা তো জানে না, সরকার কিভাবে চালাতে হয়। কারণ তারা তত্ত্বের ওপর নির্ভরশীল। বাম দলের হরতালে আমাদের কিছু বলার নেই। এ দেশের ভোটাররাই সেটা বলবেন। আজ বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
১৬ই জানুয়ারি সিপিবি, বাসদসহ আরও কয়েকটি বামপন্থি দলের ডাকা আধাবেলা হরতাল প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। এর আগে অর্থমন্ত্রী একই বিষয়ে বিএনপির হরতালেরও সমালোচনা করেছেন।