যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব রাস্তার মেরামতকাজ শেষ করে যান চলাচলের উপযোগী করে তোলা হবে। তিনি বলেন, আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। খবর বাসসের। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থেকে সিটি গেট পর্যন্ত চার লেনে উন্নীত করার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।