আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


১৬ জানুয়ারি বাম মোর্চার আধাবেলা হরতাল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী অর্ধদিবস হরতাল কর্মসূচির ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার সকালে তোপখানা রোডে বাম মোর্চার কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সমন্বয়ক জোনায়েদ সাকী।

তিনি বলেন, আইএমএফের চাপে এবং কুইক রেন্টালের দুর্নীতি ঢাকতেই সরকার তেলের দাম বৃদ্ধি করেছে। হরতালের পরও তাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাকী।

 

এরআগে জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত বছরের ১৮ ডিসেম্বর হরতাল ডেকেছিল সিপিবি, বাসদ ও বাম মোর্চা। একমাসের ব্যবধানে তারা ১৬ জানুয়ারি আবারো হরতাল কর্মসূচির ঘোষণা দিলো।

একই দাবিতে গত রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, এক ঘোষণা গত ৩ জানুয়ারি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ সাত টাকা করে বাড়ায়। বর্ধিত মূল্য কমানোর দাবিতে মঙ্গলবার রাত পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয় বামপন্থী দলগুলো।

এছাড়া সিপিবি-বাসদ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বুধবার সকালে বিইআরসির সামনে ধরনা কর্মসূচি পালন করেছে।

প্রসঙ্গত, নতুন দর অনুযায়ী ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হবে।

সর্বশেষ ২০১১ সালের ২৯ ডিসেম্বর এই চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। এক বছর পর তা আবার বাড়ানো হল। এ নিয়ে চার বছরে পঞ্চমবার জ্বালানি তেলের দাম বাড়ালো মহাজোট সরকার। [বাংলাদেশটাইমস.নেট/ নাঈম/ঢাকা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!