আজ || রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


১৬ জানুয়ারি বাম মোর্চার আধাবেলা হরতাল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী অর্ধদিবস হরতাল কর্মসূচির ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার সকালে তোপখানা রোডে বাম মোর্চার কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সমন্বয়ক জোনায়েদ সাকী।

তিনি বলেন, আইএমএফের চাপে এবং কুইক রেন্টালের দুর্নীতি ঢাকতেই সরকার তেলের দাম বৃদ্ধি করেছে। হরতালের পরও তাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাকী।

 

এরআগে জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত বছরের ১৮ ডিসেম্বর হরতাল ডেকেছিল সিপিবি, বাসদ ও বাম মোর্চা। একমাসের ব্যবধানে তারা ১৬ জানুয়ারি আবারো হরতাল কর্মসূচির ঘোষণা দিলো।

একই দাবিতে গত রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, এক ঘোষণা গত ৩ জানুয়ারি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ সাত টাকা করে বাড়ায়। বর্ধিত মূল্য কমানোর দাবিতে মঙ্গলবার রাত পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয় বামপন্থী দলগুলো।

এছাড়া সিপিবি-বাসদ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বুধবার সকালে বিইআরসির সামনে ধরনা কর্মসূচি পালন করেছে।

প্রসঙ্গত, নতুন দর অনুযায়ী ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হবে।

সর্বশেষ ২০১১ সালের ২৯ ডিসেম্বর এই চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। এক বছর পর তা আবার বাড়ানো হল। এ নিয়ে চার বছরে পঞ্চমবার জ্বালানি তেলের দাম বাড়ালো মহাজোট সরকার। [বাংলাদেশটাইমস.নেট/ নাঈম/ঢাকা]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!