হাকিম আদালতে নাকচ হয়ে যাওয়ার পর এবার দায়রা আদালতে জামিনের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অবরোধে গাড়ি ভাংচুরের দুই মামলায় ফখরুলের আইনজীবীরা বুধবার সকালে মহানগর দায়রা জজ আদালেত এই জামিন আবেদন করেন।
মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আবেদন গ্রহণ করে আগামী ১৫ জানুয়ারি শুনানির দিন রেখেছেন বলে জানান ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।
ঢাকার অতিরক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম মঙ্গলবার এ দুই মামলায় ফখরুলের জামিন ও পুলিশের রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাহারে রাখতে বলেন।
এর মধ্যে মতিঝিল থানার মামলায় ফখরুলকে ১০ দিনের এবং এবং সূত্রাপুর থানার মামলায় ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল পুলিশ।
১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে।
এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা।
হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান। [বাংলাদেশ টাইমস/ মোস্তফা মামুন / ঢাকা]