আজ || রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  টাঙ্গাইলে পরম আদরে লালনপালন বন্য সজারু       শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত    
 


জামিনের জন্য হাই কোর্টে মাহমুদুর রহমান

২৬ দিন ধরে অবরুদ্ধ থাকার পর জামিনের জন্য হাই কোর্টে হাজির হয়েছেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। হাই কোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে মঙ্গলবার সকালে তার জামিন চেয়ে আবেন করেন সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। দুপুরে আবেদনটির শুনানির সময় নির্ধারণ করেন।

দৈনিক আমার দেশে স্কাইপি সংলাপ প্রকাশের পরিপেক্ষিতে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। ১৩ ডিসেম্বর একজন প্রসিকিউটর বাদী হয়ে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। এরপর থেকে আমার দেশ কার্যালয় থেকে বের হননি মাহমুদুর রহমান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!