চীনের চারটি সরকারি জাহাজ সোমবার জাপাননিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের কাছে বিরোধপূর্ণ জলসীমায় প্রবেশ করেছে। দেশটিরউপকূল রক্ষী বাহিনী এ অভিযোগ করে।
বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুপুরের আগেচীনের নৌবাহিনীর চারটি নরজদারী জাহাজকে ওই দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলেরমধ্যে প্রবেশ করতে দেখা গেছে।পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ এ জলসীমায় নতুন বছর এটি প্রথম অনুপ্রবেশের ঘটনা।গত বছরের সেপ্টেম্বরে জাপান দ্বীপপুঞ্জটি জাতীয়করণ করার পর থেকে এনিয়ে ২১ দফা অনুপ্রবেশের ঘটনা ঘটলো।
গত মাসের গোড়ার দিকে চীনের রাষ্ট্রীয়মালিকানাধীন একটি বিমান দ্বীপপুঞ্জটির আকাশ সীমায় প্রবেশ করলে জাপানী জঙ্গিবিমান সেটিকে তাড়া করে সীমানার বাইরে পাঠিয়ে দেয়।