আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


সংলাপ হতে হবে প্রকাশ্যে:খালেদা জিয়া

নির্দলীয় সরকার নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে বিরোধী দল প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, সরকার সংলাপের কথা বলছে। বিএনপির সঙ্গে তলে তলে আলোচনা হচ্ছে বলেও তারা বলেছেন। আমাদের বক্তব্য স্পষ্ট, তলে তলে কোনো আলোচনা নয়। সংলাপ হতে হবে প্রকাশ্যে।
আমরা কোনো খোশ-গল্পের জন্য সংলাপ করে সময় নষ্ট করতে চাই না। কেবল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়েই আলোচনা হতে হবে, অন্যথায় কোনো সংলাপ নয়।

সোমবার রাতে সেনবাগ যুবলীগের সভাপতি আলী আক্কাস রতনের নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের শতাধিক স্থানীয় নেতাকর্মী খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ  দেন। এ সময়ে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা সভাপতি মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় চিফ হুইপ ও সেনবাগ আসনের এমপি জয়নুল আবদিন ফারুক, বিএনপি দলীয় এমপি শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সরকারের বিরুদ্ধে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনে দলীয়করণের অভিযোগ এনে খালেদা জিয়া বলেন, যোগ্য কর্মকর্তাদের বাদ দিয়ে অযোগ্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোর কারণে প্র্রশাসন স্থবির হয়ে পড়েছে, কোনো উন্নয়নে কাজ হচ্ছে না, সব কিছু থমকে গেছে।

একই অবস্থা পুলিশ প্রশাসনে। ৬৪ জেলার মধ্যে কেবল একটি বিশেষ জেলার লোকজনকে দিয়ে পুলিশ প্রশাসন সাজানো হয়েছে। সরকারের সেই বিশেষ জেলা ছাড়া অন্য জেলার পুলিশ পছন্দ হয় না।

ঢাকার ওয়ার্ড বিএনপির নেতা রফিকুল ইসলামের হত্যাকাণ্ড তুলে ধরে দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে গুমকরার অভিযোগও আনেন বিরোধী নেতা।

তিনি বলেন, বিএনপির জনপ্রিয় নেতাদের সরকার গুম করে হত্যা করছে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে- গুম, হত্যা, সন্ত্রাস ও লুটপাটের।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে সরকার মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।

মঈনউদ্দিন-ফখরুদ্দিনের অবৈধ সরকার দেশকে অনেক বছর পিছিয়ে দিয়ে গেছে। আর আওয়ামী লীগ এই চার বছরে দেশকে আরো পিছিয়ে দিয়েছে।

খালেদা জিয়া বলেন, সরকারের নতজানু নীতিরকারণে সীমান্তে বাংলাদেশিরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, ফসল হারাচ্ছেন।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তফাৎ তুলে ধরে খালেদা জিয়া বলেন, আমাদের রাজনীতি হচ্ছে- উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের।

আমরা নতুন প্রজন্মের জন্য দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সামনে দিকে এগিয়ে নিতে চাই। আমরা চাই, আওয়ামী লীগ-বিএনপি একসঙ্গে কাজ করি।

সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের উপজেলা যুবলীগের সভাপতি আলী আক্কাস রতনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের শতাধিক নেতা-কর্মীর যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খালেদা জিয়া।

দলে নবাগতদের বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!