কক্সবাজারে এক যুবতীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাকে বাড়ীর পাশ্ববর্তী একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। ৭ জানুয়ারী সোমবার ভোররাতে সদর উপজেলার পিএমখালীর মোহচনীয়া পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবসাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত যুবতীর পরিবার সূত্র জানায়, সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মোহচনীয়া গ্রামের আব্দু শুক্কুরের বাড়ীতে সোমবার ভোর রাতে হানা দেয় ৭/৮জন দুর্বৃত্ত। ওই সময় বাড়ীতে পিতা-মাতা ও ভাইদের কেউ ছিলেন না। তারা জায়গা জমি সংক্রান্ত একটি মামলার আসামী হওয়ায় পুলিশের ভয়ে বাইরে রাত্রি যাপন করে থাকেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ীতে হানা দিয়ে ১৭ বসর বয়সী যুবতী রাবেয়া বসরীকে উপর্যপরি ধর্ষণ করে। ওই সময় তার সাথে থাকা ছোট বোনকে বেধে রাখা হয়। ধর্ষণের পর যুবতীকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ীর পার্শ্ববর্তী একটি গাছে ঝুলিয়ে রেখে চলে যায় দুর্বুত্তরা। অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানান, ঘটনাটি হত্যা না আত�হত্যা তা এ মুহুর্তে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।