আজ || বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে নিখোঁজের ১৬ দিন পর কৃষকের গলিত লাশ উদ্ধার       আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রতিবাদে মানববন্ধন       গোপালপুরে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ টাকা জব্দ       গোপালপুরে পোল্ট্রি বর্জ্য বৈরাণ নদীতে; বাড়ছে রোগব্যাধি       গোপালপুরে ঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু       গোপালপুরে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালে আগুন দিল উপজেলা প্রশাসন       বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান বিনষ্টের অভিযোগ       ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ       গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ       ‘দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে’ -আব্দুস সালাম পিন্টু    
 


মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা বিস্ফোরনে আহত ১৫

এলাকার আধিপত্য ও স্থানীয় মহাস্থান ডিগ্রী কলেজের কমিটির জের নিয়ে ক্ষমতাসিন আওয়ামী লীগ ও শরিকদল জাতীয় পার্টির দুই নেতার কোন্দলের জের নিয়ে বগুড়ার মহাস্থানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা বিস্ফোরনে শিশু সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে । এঘটনায় স্থানীয় পুলিশ ২ জনকে আটক করেছে । গত রবিবার রাতে মহাস্থান বন্দর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই বোমা বিস্ফোরন ঘটানো হয় । এসময় বন্দর ছাত্রলীগ সভাপতি তাজুল ইসলাম সহ অনুষ্ঠান দেখতে আসা দর্শকদের অনেকেই আহত হয় । এঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।জানাগেছে, গত রবিবার মহাস্থান বন্দর ছাত্রলীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রাত অনুমানিক ৯ টায় মঞ্চের নিচে বিকট শব্দ হয় দুটি বোমা বিফোরন ঘটে । এতে করে অনুষ্ঠানে আসা শ্রতাদের মাঝে শিশু সহ ১৫ জন ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছোট ¯িপ্রন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়। দ্রুত তাদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে প্রেরন করে।

গুরুত্বর আহতদের মধ্যে অনুষ্ঠান দেখতে আসা চতুর্থ শ্রেনীর ছাত্র শকিকুলের পুত্র রাকিব বাবু (১০), শাহজাহানের পুত্র একলাশ (১৩), একই শ্রেণীর ছা,মোস্তাফিজারের পুত্র আবু হাসিব (১২)লালু মিয়ার পুত্র সোহেল (২৬)আকালুর পুত্র মিলন((২৫ কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর ধারনা ক্ষমতাসিন আওয়ামী লীগ এবং তাদের প্রধান শরিকদল জাতীয় পার্টির দলীয় ক্রন্দলে এ ঘটনা ঘটতে পারে। এলাকায় দু’পক্ষের দীর্ঘ দিনের বিবাদ এবং মহাস্থান কলেজের কমিটির নিয়ে দু’পক্ষের মুখোমুখি অবস্থান এবং আধিপত্য বিস্তার নিয়ে রবিবার রাতে বোমাবাজীর ঘটনা বলে এলাকায় খোজ খবর করে এর সত্যতা পাওয়া গেছে ।
এ ব্যাপারে সন্দেহ মূলকভাবে দুই যুবককে পুলিশ আটক করেছে। ঘটনার পর বগুড়া জেলা পুলিশের সিনিয়র এএসপি এ সার্কেল মকবুল হোসেন ঘটনার স্থল পরিদর্শন করেছেন

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!